বিপদ না আসলে কাছের মানুষ চেনা যায় না: পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:১৮ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৩৭

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নানা কারণে সারা বছরই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। বিশেষ করে গত দুই বছরে ব্যক্তিজীবনে ব্যাপক ধকল পার করেছেন পরীমনি। সেসব থেকে শিক্ষাও পেয়েছেন নায়িকা। এবার তার ভাষ্য, ‘বিপদ না আসলে কাছের মানুষ চিনতে পারা যায় না।’

সোমবার রাতে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে এই বার্তা দিয়েছেন পরীমনি। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এই নায়িকা। হাসপাতালে তার সঙ্গে রয়েছে পুত্রসন্তান রাজ্য।

পরীমনি ফেসবুক পোস্টে যা লিখেছেন

‘সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না।’

‘একটা সময় অনেকের মতো আমারও মনে হইতো, কারও কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর। বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।’

‘আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইলো বলা যায়।’

‘জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর। আমি আমার স্টাফদের যত্ন,ভালোবাসা,আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার। এন্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে!’

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :