সাহিত্য কর্মে এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৫৯
অ- অ+

সাহিত্য কর্মের জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার ডিএমপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ভারতের হাওড়ার শরৎ সদনে এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়া হয়। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন গুণী ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি লেখক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

সম্প্রতি হাবিবুর রহমানের ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে । বইটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে হাবিবুর রহমান শেষমুহূর্তে কলকাতায় পৌঁছতে পারেননি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের সমাজকর্মী সোমনাথ দে। তার হাতে পুরস্কার তুলে দেন নেপালের সাবেক উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা