রামকৃষ্ণ মিশনের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে শারমিন গ্রুপ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৪৬

দাতব্য প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শারমিন গ্রুপ।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুরের রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষের হাতে প্রতিষ্ঠানটির শিক্ষা ও উন্নয়নমূলক খাতে নগদ ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন।

এছাড়াও তিনি প্রতিষ্ঠানটিকে আগামী মাস থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় ইসমাইল হোসেনের নিজ বাসভবনে এই অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সুরবরানন্দ ও স্বামী সুমধুরানন্দ।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইসমাইল হোসেন জানান, সমাজে যারা বিত্তবান লোক রয়েছেন তাদের প্রত্যেকেরই উচিত তার চারপাশে অবহেলিত মানুষ বা দাতব্য প্রতিষ্ঠানের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষরাও এগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :