টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৩, ১৪:১৬| আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৪:৩৬
অ- অ+

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই বাংলাদেশ আজ আগে ফিল্ডিং করবে।

বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। তৌহীদ হৃদয়ের বদলে দলে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন রয়েছে। এনগিডির জায়গায় দলে জায়গা পেয়েছেন লিজাদ উইলিয়ামস।

সর্বশেষ মুখোমুখি হওয়া চার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এমন সমীকরণ থেকে অনুপ্রেরণা পেতে পারে সাকিবের দল। ২০১৯ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপ এবং এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচের পর গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ। অর্থাৎ দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা, যা ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশ দলকে।

ওয়ানডেতে এ পর্যন্ত দু'দলের ২৪ দেখায় প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে ৬ ম্যাচে জয় আছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাদ উইলিয়ামস।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা