কুমার নদে বিসর্জন দেওয়া হলো দেবী দুর্গাকে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৩, ২২:২১
অ- অ+

ফরিদপুর শহরের কুমার নদের বিসর্জন ঘাটে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার রাত ৯টার দিকে দেবী দুর্গাকে বিসর্জন দিতে হাজারো মানুষের ঢল নামে কুমার নদের পাড়ে।

শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে এসে কুমার নদে বিসর্জন দেওয়া হয়।

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কুমার নদে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সনাতন ধর্মমতে, আজ দশভুজা দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে স্বর্গশিখর কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার। তাই আবারও মর্ত্যলোকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানান। এ জন্য তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসও ছিল।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবী দুর্গার চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন তারা।

পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায়, বিবাহিত নারীদের সিঁদুর খেলার দৃশ্য। দেবীর চরণ থেকে সিঁদুর নিয়ে তারা একে অপরের মাথায় দেন। কেউ কেউ শেষবারের মতো দেবী দুর্গার সিঁথিতে লাগিয়ে দেন সিঁদুর।

ফরিদপুর জেলায় এবছর শান্তিপূর্ণভাবে ৮৩৪ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা জানান, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে। রাত ৮টা থেকে শহরের কুমার নদের বিসর্জন ঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দিতে হাজারো মানুষের ঢল নামে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, শারদীয় দুর্গাউৎসব জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কুমার নদের পাড়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসব ও বিসর্জনকে কেন্দ্র করে পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফরিদপুর বিসর্জন ঘাটে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা