সহকারী ভূমি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলার শালনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউনুস শেখ।
গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে শালনগর ইউনিয়নের রামকান্তপুর কাঁঠালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে ইউনুসের দুই পা ও হাতে জখম হয়। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ কেড়ে নিয়ে ভেঙে ফেলে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার লোহাগড়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সহকারী ভূমি কর্মকর্তা ইউনুস শেখ জানান, তিনি বুধবার রাত ১০টার দিকে উপজেলার শালনগর ইউনিয়ন ভূমি অফিসের কাজ সেরে মোটরসাইকেল যোগে লোহাগড়ায় ফেরার পথে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের রামকান্তপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে ৪/৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন