রংপুর মেডিকেলে সিসিইউতে আগুন

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৮:৫৮| আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:০১
অ- অ+

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

শুক্রবার বেলা ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

এ নিয়ে চলতি বছর রমেক হাসপাতালে তিনবার শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

এ তথ্য নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী জানান, সিসিইউ ইউনিটে বিদ্যুৎসংযোগ লাইনে শর্টসার্কিট থেকে বেশ কয়েকবার স্পার্কিং করে। এতে আগুন লাগার উপক্রম হলে সঙ্গে সঙ্গে সেখানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে লাইনে স্পার্কিং বা ফায়ার শুরু হলে রোগী ও রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে যে যার মতো করে সিসিইউ ইউনিট থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেয়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম জানান, শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলছে তারা। আমাদের কোনো কাজ করতে হয়নি।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা