টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে আগুন

টঙ্গী-পূবাইল (গাজীপুর)প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৪:১১
অ- অ+

টঙ্গীতে একটি বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাস (ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮) এ আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও তবে বাসের কিছু অংশ পুড়ে গেছে।

বাসটি ওই স্থানে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটির চালক জানিয়েছেন। তাদের মধ্য থেকে হয়তো কেউ আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা