ফেনীতে ঢিলেঢালা হরতাল, বন্ধ দূরপাল্লার যানবাহন

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ফেনীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।
হরতালে রবিবার শহরের বিভিন্ন সড়কে কোনো ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
জেলা ও উপজেলা শহরের বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। বিকালে শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের হরতালবিরোধী শান্তি সমাবেশ করার কথা রয়েছে।
শহরের জিরো পয়েন্ট, দোয়েল চত্বর, একাডেমি, হসপিটাল মোড় ও মহিপাল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ইত্যাদি চলেছে, তবে ব্যক্তিগত যানবাহন কম।
কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের দেখা যায়নি। ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যানবাহন ছেড়েছে বলেও জানা গেছে। তবে দূরপাল্লার বাস খুব একটা দেখা যায়নি।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, জনসাধারণকে নিরাপত্তা দিতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।
(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/ ইএইচ)

মন্তব্য করুন