ফেনীতে ঢিলেঢালা হরতাল, বন্ধ দূরপাল্লার যানবাহন

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:১৬
অ- অ+

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ফেনীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

হরতালে রবিবার শহরের বিভিন্ন সড়কে কোনো ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

জেলা ও উপজেলা শহরের বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। বিকালে শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের হরতালবিরোধী শান্তি সমাবেশ করার কথা রয়েছে।

শহরের জিরো পয়েন্ট, দোয়েল চত্বর, একাডেমি, হসপিটাল মোড় ও মহিপাল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ইত্যাদি চলেছে, তবে ব্যক্তিগত যানবাহন কম।

কোথাও হরতাল আহ্বানকারী দলের পিকেটারদের দেখা যায়নি। ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যানবাহন ছেড়েছে বলেও জানা গেছে। তবে দূরপাল্লার বাস খুব একটা দেখা যায়নি।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, জনসাধারণকে নিরাপত্তা দিতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা