নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ মিলল বাগানে

নিখোঁজের পরদিন কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ফারজিনা ইয়াসমিন নিপার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়ির পেছনের বাগানের খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাত থেকে নিপা নিখোঁজ ছিলেন।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যা করে নিপার মরদেহ বাড়ির পাশে ফেলে রাখা হয়েছে। নিপার পরিবারের সন্দেহের তীর সাবেক স্বামী রফিকুলের দিকে।
স্থানীয় ইউপি সদস্য আয়েন উদ্দিন জানান, নিপা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল, সে ভাতা পেত।
খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী পলাতক রয়েছে। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/০১ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন