সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে র‍্যাব, স্বাভাবিক হয়েছে গার্মেন্টসের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:২১| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:২৩
অ- অ+

সহিংসতাকারীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর অবস্থানের কারণে ঢাকা ও আশপাশের গার্মেন্টসের কার্যক্রম স্বাভাবিক হয়েছে জানিয়েছে বাহিনীটি। রবিবার এসব এলাকার কোনো গার্মেন্টসে অপ্রীতিকর ঘটনা বা বিক্ষোভ হয়নি বলে জানায় র‌্যাব।

বাহিনীটি বলছে, ধারাবাহিক টহল, গোয়েন্দা নজরদারির কারণে এটা সম্ভব হয়েছে।

র‌্যাব বলছে, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্পকে নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে সেসব এলাকায় র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ এবং বিজিবির সঙ্গে যৌথ পেট্রল করা হচ্ছে।

রবিবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে বলেন, ‘মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা চোরাগোপ্তা হামলা থেকে সহিংসতা করেছিল। তবে আজ এখন পর্যন্ত কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি।’

গার্মেন্টস শিল্পকে যারা অস্বস্তিকর পরিবেশে নিতে চাইছে তাদের শনাক্তে কাজ করছে, অনেকে চিহ্নিত হয়েছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, ‘কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা গার্মেন্টস সেক্টরকে অস্থির করতে চেয়েছিল, ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে অরাজকতার চেষ্টা করবে, পেছন থেকে হোক বা মাঠে থেকে হোক তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে র‍্যাব শক্ত অবস্থানে রয়েছে, যার কারণে পোশাক সেক্টরে আজ স্বাভাবিক কার্যক্রম বিরাজমান।’

সম্প্রতি রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যেই গার্মেন্টস সেক্টরে অরাজকতা সৃষ্টি হয়। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে একাধিক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমিকরা মাঠে নামে।

র‌্যাব সদর দপ্তর জানিয়েছে, বিএনপির দ্বিতীয় দফায় অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী ৩০০ টহল টিম কাজ করছে র‌্যাবের। তাছাড়া দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে, যাতে কেউ কোনো নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা কররলে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে বলেও জানান কমান্ডার মঈন।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাব ডিজির ‘স্টাফ অফিসার’ বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অংশ নেওয়া সেই অফিসার
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা