সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে র‍্যাব, স্বাভাবিক হয়েছে গার্মেন্টসের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:২৩ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:২১

সহিংসতাকারীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর অবস্থানের কারণে ঢাকা ও আশপাশের গার্মেন্টসের কার্যক্রম স্বাভাবিক হয়েছে জানিয়েছে বাহিনীটি। রবিবার এসব এলাকার কোনো গার্মেন্টসে অপ্রীতিকর ঘটনা বা বিক্ষোভ হয়নি বলে জানায় র‌্যাব।

বাহিনীটি বলছে, ধারাবাহিক টহল, গোয়েন্দা নজরদারির কারণে এটা সম্ভব হয়েছে।

র‌্যাব বলছে, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতা করে পোশাক শিল্পকে নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেখানে যেখানে গার্মেন্টস বেশি রয়েছে সেসব এলাকায় র‌্যাবের টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ এবং বিজিবির সঙ্গে যৌথ পেট্রল করা হচ্ছে।

রবিবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে বলেন, ‘মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা চোরাগোপ্তা হামলা থেকে সহিংসতা করেছিল। তবে আজ এখন পর্যন্ত কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি।’

গার্মেন্টস শিল্পকে যারা অস্বস্তিকর পরিবেশে নিতে চাইছে তাদের শনাক্তে কাজ করছে, অনেকে চিহ্নিত হয়েছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, ‘কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা গার্মেন্টস সেক্টরকে অস্থির করতে চেয়েছিল, ভবিষ্যতে যারা এই শিল্প নিয়ে অরাজকতার চেষ্টা করবে, পেছন থেকে হোক বা মাঠে থেকে হোক তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে র‍্যাব শক্ত অবস্থানে রয়েছে, যার কারণে পোশাক সেক্টরে আজ স্বাভাবিক কার্যক্রম বিরাজমান।’

সম্প্রতি রাজনৈতিক দলগুলোর কর্মসূচির মধ্যেই গার্মেন্টস সেক্টরে অরাজকতা সৃষ্টি হয়। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে একাধিক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় শ্রমিকরা মাঠে নামে।

র‌্যাব সদর দপ্তর জানিয়েছে, বিএনপির দ্বিতীয় দফায় অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী ৩০০ টহল টিম কাজ করছে র‌্যাবের। তাছাড়া দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান থাকবে, যাতে কেউ কোনো নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা কররলে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে বলেও জানান কমান্ডার মঈন।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ক্রেডিট কার্ড ও বিনিয়োগের কিস্তি বিলম্ব ফি ছাড়া জমা নিবে সোশ্যাল ইসলামী ব্যাংক

ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে

‘বুককিপিং এন্ড একাউন্টিং’ এর উপরে প্রশিক্ষণ দেবে বিসিক 

ইউনিয়ন ব্যাংকের ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাংলাদেশ ব্যাংক

সোনালী ব্যাংকের আইটি অডিট সম্পাদনে কেপিএমজি’র সঙ্গে চুক্তি

হামদর্দের নতুন হারবাল ওষুধ অর্থোফিটের লঞ্চিং অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :