অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৫:৫০
অ- অ+

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিয়াম অ্যাম্বুলেন্সের ধাক্কায় মারা গেছে।

বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের গোকুলখালি-কুলপালা নামক গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গোকুলখালি গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, মাঠে কৃষিকাজ করছিলাম। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সড়কে থাকা বাইসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় বাইসাইকেলে থাকা স্কুলছাত্র সড়কে আছড়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক জুনায়েত বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন ও হামিদুল হক বলেন, শ্রেণি শিক্ষক জামাল হোসেন তার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন। স্কুল ছুটি হলেও রান্না শেষ না হওয়ায় সিয়াম তার বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সিয়াম দুর্ঘটানায় মারা গেছে এমন খবর পেয়ে আমরা সদর হাসপাতালে ছুটে আসি।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা