ফেনীতে বিএনপির ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩, ১৯:৪৫
অ- অ+

ঢাকায় মহাসমাবেশে গত ২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যা মামলার আসামি জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমসহ ফেনী জেলা বিএনপি ও যুবদলের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী হাবিবুল্লাহ মানিক ও ট্রাংক রোডের দাউদপুর এলাকায় মিছিল চলাকালীন সময় পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার থেকে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার রাত ১১টার দিকে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের এসআই মো. জসিম উদ্দিন তাদের গ্রেপ্তার করেন। এ সময় জাকির হোসেন জসিমের জামাতা ফজলুল হক মুন্না ও তার গাড়ির ড্রাইভার ঈসমাইলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারকে রাতেই ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এছাড়া গাজী হাবিবুল্লাহ মানিককে ও দেলোয়ার হোসেন বাবুলকে ফেনী মডেল থানা হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম সড়কের মোহাম্মদ আলী বাজার নামক স্থান থেকে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে ফেনী মডেল থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে থানায় হস্তান্তর হয়েছে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা