আইডিয়াল স্কুলের ছাত্রী ধর্ষণ মামলা
মুশতাকের অব্যাহতি চেয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে দায়ের করা মামলা থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদ ও সাবেক অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতি দেওয়ার আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার।
এসআই তাহমিনা আক্তার বলেন, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ ও ধর্ষণের সহায়তা করার জন্য খন্দকার মুশতাক আহমেদ ও সাবেক অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে আসামি করে মামলা করেছিলেন ভুক্তভোগীর বাবা। তবে গুলশান থানাপুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। তাই তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পুলিশ। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হবে।
গত ১ আগস্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতাসদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ ওই নালিশি মামলা করা হয়। মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির সে সময়ের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে। আদালত বাদীর (ছাত্রীর বাবা) জবানবন্দি গ্রহণ করে মামলাটি গুলশান থানাকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার আদেশ দেন। সে অনুযায়ী মামলাটি থানা-পুলিশ নথিভুক্ত করে।
ঢাকা টাইমস/১৪নভেম্বর/কেএ

মন্তব্য করুন