বনানীতে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ১০ নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৩, ২১:১৫| আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১:১৯
অ- অ+

সড়কে যানবাহন ভাঙচুর এবং ককটেল বিষ্ফোরণ করে আতঙ্ক তৈরির অপরাধে বিএনপির ১০ নেতার কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম নকি, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মিজান ব্যাপারী, মেহেদী হাসান মিশু, মহব্বত আলী মোল্লা, আবদুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম হিমেল, রোকন শেখ ও শফিকুল ইসলাম। রায়ে আবদুল আলিম নকিসহ ১০ জনের প্রত্যেককে ২ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২০ সালের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে।

রায় ঘোষণার সময় বিএনপির দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর বিএনপি মানববন্ধন কর্মসূচির নামে রাস্তার যানবাহন ভাঙচুর শুরু করেন, এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করেন। এই ঘটনায় বনানী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মিল্টন দত্ত বাদী হয়ে বিএনপি নেতা আবদুল আলিমসহ ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যআইন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় বনানী থানায় মামলা দায়ের করেন।

২০১৯ সালের ৩০ মে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে চলতি বছরের ৩ জানুয়ারি আবদুল আলিমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এইচএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা