নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ১৮:১৯

নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামী রনি মোল্লার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একই সঙ্গে জরিমানার টাকা নিহত রিনা খাতুনের বাবা-মা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

দণ্ডপ্রাপ্ত রনি মোল্লা গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে পুরুলিয়া গ্রামের বাসিন্দা রনি মোল্লার সঙ্গে রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় রিনাকে নির্যাতন করতো স্বামী রনি মোল্লা। একপর্যায়ে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত রিনাকে তারা বাবা নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রিনার বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে রনি মোল্লাসহ পাঁচজনের নামে গুরুদাসপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :