দেবিদ্বারে রোশন আলী মাস্টারের নেতৃত্বে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুমিল্লার দেবিদ্বারে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।
বুধবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়। কুমিল্লা-সিলেট মহাসড়কসহ দেবিদ্বারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান, উপ-দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেনস, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মো. সালাউদ্দিন আহাম্মেদ স্বপন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫নভেম্বর/কেএম)

মন্তব্য করুন