উইজডেনের চোখে বিশ্বকাপের সেরা একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ১৫:০৭
অ- অ+

ভারতকে বিষাদের নীল সমুদ্রে ডুবিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তোলে তারা।

বিশ্বকাপের পর এখন ব্যস্ততা পরিসংখ্যান আর সেরা একাদশের যাচাইবাছাই নিয়ে। দিনকয়েক আগেই নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এবার নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন। একাদশে যথারীতি রাজত্ব করেছেন ভারতের ক্রিকেটাররা।

উইজডেনের প্রকাশিত এই বিশ্বকাপের সেরা একাদশের ৬ জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতের। ৩ জন জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা থেকে সেরা ১১তে এসেছেন ১ জন করে।

একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।

বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং সিরিজ সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন এই একাদশে। ফর্মে থাকা ড্যারেল মিচেল এই একাদশে নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি। বিশ্বকাপে নিয়মিত রানের দেখা পেয়েছিলেন এই কিউই ব্যাটার।

এরপরেই আছেন লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল এবং রবীন্দ্র জাদেজা। রাহুল এই স্কোয়াডের উইকেটরক্ষক। স্পিন বোলিং অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করবেন ম্যাক্সওয়েল ও জাদেজা।

পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা।

উইজডেনের বিশ্বকাপ একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা