বগুড়ার যুবদল নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২১:০৮
অ- অ+

বিস্ফোরক, সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগের ৪০ মামলার আসামি বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার দিবাগত রাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প‌রে শনিবার বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান।

জাহাঙ্গীর আলম বগুড়া শহরের নবাববাড়ি এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হন।

পরিদর্শক মোস্তাফিজ হাসান বলেন, জাহাঙ্গীর আলমের নামে বগুড়ার বিভিন্ন থানায় অন্তত ৪০টি মামলা রয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, সন্ত্রাসী হামলাসহ নাশকতার অভিযোগে এ সব মামলা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণই ঠিক করবেন কে কাকে লাল কার্ড দেখাবে: ডা. জাহিদ
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা