নেত্রকোণার শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ২১:২৭

টানা চতুর্থবারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম)। চোরাচালান জব্দ ও মাদক উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখায় একাধিকবার আইজিপি পুরস্কার পেয়েছেন ওসি আবুল কালাম।

শনিবার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) হারুন-অর রশীদ (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে কলমাকান্দা থানার ওসি আবুল কালামকে (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পাশাপাশি তাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) জানান, পুরষ্কারপ্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরষ্কারপ্রাপ্তিতে ভালো কাজের প্রতি উৎসাহ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসেবামূলক কাজে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহায়তা চান তিনি।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :