যাত্রাবাড়ীতে বাসে আগুন, পুলিশ পাহারায় নেভালো ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২০:৫৭

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার ঢাকা টাইমসকে বলেন, রবিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে দুর্বৃত্তরা মৌমিতা পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ পাহারায় আগুন নেভায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/টিএ/এসএ))

মন্তব্য করুন