চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম এ মোতালেব

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২০:০৭ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১৯:৫২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে দলীয় মনোনয়ন পাননি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

রবিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই বলেছেন। সেই অনুযায়ী দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন এম এ মোতালেব সিআইপি।

তিনি দীর্ঘদিন যাবত লোহাগাড়া-সাতকানিয়া আসনের জনগণের পাশে থেকে বিভিন্ন সময়ে উৎসবে বা দুর্যোগে সহযোগিতা করেছেন। এলাকার মানুষজন তাকে এমপি হিসেবে দেখতে চায়। তিনি নির্বাচিত হলে এই আসনে পরিকল্পিতভাবে উন্নয়ন করবে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :