ময়মনসিংহ-৭: এমপি হতে মেয়র পদ ছাড়লেন আনিস

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এবিএম আনিসুজ্জামান আনিস। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মেয়র পদ থেকে পদত্যাগ করেন তিনি।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবিএম আনিসুজ্জামান আনিস। পরে বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে ত্রিশাল পৌরসভার মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়।
এবিএম আনিসুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি। বিষয়টি ত্রিশাল উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এবিএম আনিসুজ্জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি বিধায় মেয়র পদ থেকে পদত্যাগ করেছি।
প্রসঙ্গত, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী।
(ঢাকা টাইমস/৩০নভেম্বর/পিএস/এআর)

মন্তব্য করুন