সরকারের দুর্নীতির বিষ জনগণের ওপর দিয়ে বয়ে যাচ্ছে: ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৩:৫৭ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৩:২০

গত ১৫ বছরে সরকারের দুর্নীতির বিষ প্রয়োগ বর্তমানে জনগণের ওপর দিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, দেশের অর্থনীতি এখন ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যেকোনো সময় দেশ অর্থনীতির আকালে পরিণত হবে। অর্থনীতির এমন পরিস্থিতির জন্য দায়ী সরকারি দলের এমপি-মন্ত্রী, নেতাকর্মী ও আমলাদের বেপরোয়া লুটপাট ও অর্থপাচার এবং কখনো কখনো বিরোধী দলের উপর দমনপীড়নে অতিরিক্ত অর্থের অপচয় ছিল বর্তমান অর্থনীতির দুরবস্থার প্রধান কারণ।’

বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা এসব কথা বলেন।

এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

এসময় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই সরকার জনগণের ওপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, যেভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর মামলা-হামলা চালাচ্ছে, যেভাবে গুম-খুন চালিয়ে যাচ্ছে, এই সরকারকে পালাবার কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের প্রচলিত আইনে, দেশের মাটিতেই এই সরকারের বিচার করা হবে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে সারা দেশে গণগ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। শত শত নেতাকর্মীকে সাজা দিয়ে কারাগারে আটক রেখেছে। এই আন্দোলনের মাধ্যমে সব কারাবন্দিকে মুক্ত করা হবে।’

জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘এই জালিম সরকার রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জনগণের মতের বিরুদ্ধে ফরমায়েশি তফসিল দিয়ে মানুষের অধিকার হরণের চূড়ান্ত পথে সরকারের অবস্থান। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন অন্যথায় সকল পরিস্থিতির জন্য আপনাকে দায় নিতে হবে এবং আপনার বিচার বাংলার মাটিতেই হবে।’

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, বাংলাদেশ এলডিপির সৈয়দ ইব্রাহিম রনক, এম এ বাশার, আবদুল হাই নোমান, হামিদুল করিম আব্বাসী ফরিদ উদ্দিন, জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, জমিয়তের আতাউর রহমান খান, মাওলানা এমএ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ লেবার পার্টির হুমায়ুন কবির, শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, মো. আসাদ, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, এলডিপি যুবদলের মিজানুর রহমান পিন্টু, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ফাহিম হোসাইন, জাগপা ছাত্রলীগের শ্যামল চন্দ্র সরকার, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান ছাত্র মিশনের মো. মোসতাকিন বিল্লাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :