উন্নয়ন হচ্ছে জনগণের ট্যাক্সে, কারও ব্যক্তিগত টাকায় নয়: ফিরোজ রশীদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী কাজী ফিরোজ রশীদ বলেছেন, 'দেশের উন্নয়ন জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, কারও ব্যক্তিগত টাকায় নয়।'
বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় একথা বলেন তিনি।
ক্ষমতাসীন দল উন্নয়নের গল্প নিয়ে মানুষের কাছে যাবে, সেখানে জাপা আসন্ন জাতীয় নির্বাচনে কী বার্তা দেবে— এমন প্রশ্নে ফিরোজ রশীদ বলেন, 'উন্নয়ন হচ্ছে জনগণের টাকায়। আমার আপনার টাকায় কারো ব্যক্তিগত টাকায় নয়। আর উন্নয়ন একটা ধারাবাহিকতা।'
নির্বাচনের খুব কাছাকাছি সময়েও জাপার মধ্যে অস্থিরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'দলের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা চেয়ারম্যান মহাসচিবের বিষয়।'
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএম/ইএস)

মন্তব্য করুন