কেন্দুয়ায় আগুনে পুড়ে মারা গেল দুই গরু, গোয়াল ঘর ভস্মীভূত

কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯
অ- অ+

নেত্রকোণার কেন্দুয়ায় আগুনে পুড়ে মারা গেছে কৃষক দুলাল মিয়ার দুটি গরু। ভস্মীভূত হয়েছে গোয়াল ঘর।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দুলাল মিয়া ভরাপাড়া গ্রামের মৃত মক্তুল হোসেনের ছেলে।

ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। খড়ের আগুন দিয়ে মশা তাড়ানোর জন্য দেয়া ধোয়া থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তিনি।

পরে অনেক চেষ্টা করে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনে প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান আগুনে পুড়ে ২টি গরু মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, এতে দুলাল মিয়ার বড় ক্ষতি হয়ে গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা