শুটিংয়ে কুকুরের কামড়ে আহত খল-অভিনেতা জাদু আজাদ

শুটিং সেটে কুকুরের আক্রমণের শিকার হয়েছেন খল-অভিনেতা জাদু আজাদ। শুক্রবার বান্দরবনে ‘ডেডবডি’ নামে একটি সিনেমার শুটিংয়ে এ ঘটনা ঘটে। সেখানে বেশকিছু পোষা কুকুর নিয়ে সিনেমার শুটিং চলছিল।
ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেডবডি’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি জানান, এদিন বেশকিছু কুকুর নিয়ে সিনেমার শুটিং চলছিল। হঠাৎ করে একটি কুকুর অতর্কিতভাবে আমার বন্ধু আজাদের উপর হামলা দেয় এবং তার পেটে কামড় বসিয়ে দেয়। আমরা তাৎক্ষনিকভাবে তার প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে সে অনেকটা সুস্থ আছে।’
জাদু আজাদ বলেন, ‘ছোটবেলা থেকে আমি কুকুর অনেক ভয় পাই, অনেক সাবধানে চলার পরও আজ দূর্ঘটনা ঘটে গেল।’
জানা গেছে ‘ডেডবডি’ সিনেমার শুটিং শেষ হলেওে একদিনের প্যাচওয়ার্কের শুটিং চলছিল আজ।
‘ডেডবডি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।
এর আগে এই সিনেমার শুটিংয়ে গিয়ে সাপের কামড় খেয়েছিলেন চিত্রনায়ক ওমর সানি।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএম)

মন্তব্য করুন