ভূমিকম্প আতঙ্ক: নাঙ্গলকোটে মাদরাসা ভবন থেকে লাফিয়ে পড়ে আহত ২

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮
অ- অ+

ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে কুমিল্লার নাঙ্গলকোটে মাদরাসা ভবনের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকালে ভূমিকম্পের সময় উপজেলার ঢালুয়া রহমতিয়া আলিম মাদরাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মুনতাসির ও সায়েম।

আহত মুনতাসির স্থানীয় বদরপুর গ্রামের ওলামা বাড়ির জহিরুল ইসলামের ছেলে এবং সায়েম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

স্থানীয়রা জানান, ঢালুয়া রহমতিয়া আলিম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মুনতাসির ও সায়েম মাদরাসা ভবনের দ্বিতীয় তলার বারান্দায় খেলা করছিল। ভূমিকম্প শুরু হলে তারা দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়।

মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভূমিকম্পের সময় পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবন থেকে বেরিয়ে শোর চিৎকার করতে থাকে স্থানীয়রা।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা