কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:৩৯

গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল এলাকায় পৌঁছায়। এসময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে গাড়িতে থাকা চালক, সহকারী ও কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে নামতে গেলে অনেকেই আহত হন। আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা চলমান।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :