অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির বিক্ষোভ মিছিল

চলমান অবরোধের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার আশুলিয়া থানা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আবদুল বাসেদ দেওয়ান, সহসভাপতি মো. মোখলেসুর রহমান খান ইলিয়াস, সহসভাপতি আব্দুর রহমান বাবুল, সহসভাপতি মো. জাকির হোসাইন, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে সোমবার নবম দফায় ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে ঢাকা আরিচা মহাসড়কে মো. এমদাদের নেতৃত্বে সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।
এছাড়া, অবরোধের সমর্থনে দোহার উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শম্পার নেতৃত্বে দোহার কেরানিগঞ্জে রোডে দোহার নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল হয়। অবরোধের সমর্থনে সাভার বাজার রোডে ঢাকা জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
(ঢাকা টাইমস/০৪ডিসেম্বর/জেবি/বিবি)

মন্তব্য করুন