মির্জাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে নিরুপম রাহা (৪০) নামে ঋণগ্রস্ত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।

নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে।

জানা গেছে, এক কন্যা সন্তানের জনক নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণগ্রস্ত হলে মাদকাসক্ত হয়ে পড়েন। নীলফামারী জেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি একপ্রেস ট্রেন দুপুর সোয়া দুইটার দিকে ওই স্থানে পৌঁছালে নিরুপম রাহা ট্রেনের নিচে ঝাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিরুপম রাহার চাচাতো ভাই উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব সুজন কুমার, আর্থিক অনটনে ঋণগ্রস্ত হয়ে মাদকাসক্ত হওয়ার কথা জানিয়ে বলেন, তিনিও কয়েক হাজার টাকা হাওলাদ দিয়েছিলেন।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ট্রেনেকাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তলসহ ডাকাত আটক
কর্ণফুলী ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন
শেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন
ভাই-বোনের গল্পে ‘আলী’, মুক্তি ১৮ জুলাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা