১৪ দলের বৈঠক: আসন নিয়ে দর কষাকষিতে বাড়ল অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৫৭ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে, রাত সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আসন বন্টনের কোনো সমাধান আসেনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টায় শুরু হয় এই বৈঠক।

বৈঠক সূত্রে জানা যায়, ১৪ দলের শরিক দলগুলোর পছন্দের আসন ছাড়া না ছাড়া নিয়ে বৈঠক প্রলম্বিত হয়। তবে, আওয়ামী লীগ নেতারা মনে করছেন, সমঝোতার বিকল্প নেই। তাই, দেরি হলেও সমাধানের মধ্য দিয়েই বৈঠক শেষ হবে। দ্রুতই এ বিষয়ে ব্রিফিং করে সবাইকে জানানো হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রথমে জানানো হয়, বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি কার্যালয়ে ব্রিফ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলটির দপ্তর থেকে জানানো হয়- বৈঠক শেষ হতে দেরি হবে, তাই আজ ব্রিফ করা হবে না। মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালে দুপুর ১২ টায় ব্রিফ করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণভবনে আ.লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ১৪ দলের নেতারা

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের বৈঠক চলছিল। এতে অংশ নিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পাটি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, গণতান্ত্রিক মজদুর পার্টি সভাপতি জাকির হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, গণতান্ত্রী পার্টি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি মোজাফফর আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ। জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা এতে অংশ নেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও দলীয়ভাবে মনোনয়ন ফরম জমা দেয়। এবার জোটগতভাবে নির্বাচন হবে কিনা, আর হলেও আসন বণ্টনের সিদ্ধান্ত এখনো হয়নি। এ নিয়ে জোটের শরিক দলগুলো এক ধরনের ধোঁয়াশায় রয়েছে। এ নিয়ে ভেতরে ভেতরে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে মুখ খুলেননি শরিক দলের কোনো নেতা।

তারা বলছেন, ১৪ দল গঠনের পর বিগত তিনটি নির্বাচন জোটগতভাবে হয়েছে। আসন বণ্টন নিয়েও আগেভাগে তাদের সঙ্গে আলোচনা করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগেই জোটের আসন বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এবারের নির্বাচনের বিষয়ে তেমনটি ঘটেনি। আসন বণ্টনের বদলে উল্টো জোটগতভাবে নির্বাচন করা না করা নিয়ে প্রশ্ন তোলে আওয়ামী লীগ। বিষয়টি পরিষ্কার না হওয়ায় মূলত ধোঁয়াশার তৈরি হয়।

(ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/জেএ/বিবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :