ন্যাশনাল ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক:
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:০০
অ- অ+

৫০তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া শাখার অধীনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘বিশ্বরোড’ উপশাখা।

মঙ্গলবার নতুন এ শাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন।

এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন ডিভিশনের প্রধান ও এসইভিপি নিজাম আহমেদ, হেড অব মার্কেটিং ও ইভিপি এ, কে, এম ছালাহ্ উদ্দিন খান, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও এসভিপি প্রবীর কুমার ভৌমিক, লজিস্টিক সার্ভিসেস ডিভিশনের প্রধান ও ভিপি প্রদীপ কুমার সরকার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক ও এভিপি খন্দকার মো. মাহবুবুর রহমান, বিশ্বরোড উপশাখার ইনচার্জ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা আশা ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা