ন্যাশনাল ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন

৫০তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া শাখার অধীনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘বিশ্বরোড’ উপশাখা।
মঙ্গলবার নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন।
এ সময় ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন ডিভিশনের প্রধান ও এসইভিপি নিজাম আহমেদ, হেড অব মার্কেটিং ও ইভিপি এ, কে, এম ছালাহ্ উদ্দিন খান, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান ও এসভিপি প্রবীর কুমার ভৌমিক, লজিস্টিক সার্ভিসেস ডিভিশনের প্রধান ও ভিপি প্রদীপ কুমার সরকার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক ও এভিপি খন্দকার মো. মাহবুবুর রহমান, বিশ্বরোড উপশাখার ইনচার্জ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা আশা ব্যক্ত করেন।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন