বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নে।
নিহত হেলাল হোসেন (২৫) উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের দ্বিতীয় ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. রাজু (৩০) পলাতক রয়েছে।
নিহত হেলাল হোসেন সাজুর মামাতো ভাই রিপন হোসেন বলেন, এর আগেও বড় ভাই রাজু নেশার টাকার জন্য কয়েকবার ছোট ভাইকে মারধর করেছে।
বদলগাছী থানার ওসি মুহা. আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত বড় ভাই রাজু পলাতক রয়েছে।
(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন