গোপালগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দুগ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে আধিপত্য নিয়ে নওশের মোল্লা ও মিটু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। সকালে পারিবারিক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নওশের মোল্লা ও মিটু মোল্যার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুগ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নওশের মোল্যা গ্রুপের সাহেব আলী নামে এক ব্যক্তির হাত কেটে বিচ্ছন্ন করে মিটু মোল্যার লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত ১৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ফের যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :