ভোক্তার অভিযানে ২০০ টাকার পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:১৬ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:০৬

মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন হাট-বাজারে লাগামহীনভাবে বেড়েছে পেঁয়াজের দাম। উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২২০ টাকা কেজির পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি করা শুরু করেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযানের মুহূর্তে কেজিপ্রতি ১০০ টাকা কমে যাওয়ায় সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

এ সময় পেঁয়াজ, গরুর মাংস ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

এ সময় তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় পেঁয়াজ সিংগাইর বাজারে ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু বিনাডাঙ্গি বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :