মেট্রো থামছে ঢাবি স্টেশনে, শিক্ষক-শিক্ষার্থীদের চোখেমুখে উচ্ছ্বাস 

শেখ শাকিল হোসেন, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৩২ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে আজ বুধবার সকাল থেকে যাত্রাবিরতি শুরু করেছে মেট্রোরেল। এ খবর শুনেই স্টেশনে এলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম। সাতসকালে পরিবারসহ স্টেশনে এসে প্রথম ট্রিপ ধরেছেন। উত্তরা পৌঁছে আবার ফিরেছেন বিশ্ববিদ্যালয়ে।

যাত্রা শেষে তার সঙ্গে কথা বলেছেন ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। এ বিষয়ে তিনি বলেন, ‘যাত্রাটি আনন্দদায়ক ছিল। আমার অত্যন্ত গর্ববোধ হচ্ছিল। আমাদের দেশে মেট্রোরেলের মতো আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। এ জন্য বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

ড. মো. আবদুর রহিম বলেন, ‘আজকে আসার সময় দেখলাম ‘ফুল লোডেড’ ট্রেন। মানুষ খুবই খুশি। অফিসগামীদের চোখেমুখে উচ্ছ্বাস। আমার প্রত্যাশা হচ্ছে, আমরা যাতে এই সুবিধাটাও পাই, আবার জনসমাগমের কারণে শিক্ষার পরিবেশও যাতে ব্যাহত না হয়। এজন্য অনান্য শ্রেণিপেশার মানুষের যাতায়াতের পথ যেন নির্ধারণ করে দেওয়া হয়। এগুলো আমাদের সরকারের পরিকল্পনার মধ্যেও আছে। মেট্রোরেলের কারণে শব্দ দূষণও হবে না। নির্ধারিত সময়ে সবাই গন্তব্যে পৌঁছাবে। এটা আমাদের দেশে একটি যুগান্তকারী ঘটনা। আমাদের দেশে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি।’

শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানিয়ে ড. আবদুর রহিম বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক মানবিক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করব, শিক্ষার্থীরা যাতে হাফ পাস পায়। শিক্ষার্থীদের উত্তরায় যাওয়া-আসা বাবদ দৈনিক ১৮০ টাকা লাগবে। যেটা অনেকের পক্ষে সম্ভব না। আশা করি ধীরে ধীরে শিক্ষার্থীদের জন্য এটা আরও সহনশীল পর্যায়ে চলে আসবে। আমাদের উপাচার্য স্যার ইচ্ছে প্রকাশ করেছেন, প্রতীকী আকারে হলেও তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে মেট্রোরেলে উত্তরা যাবেন।’

মেট্রোরেলের কারণে জীবনযাত্রা পাল্টে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশীন শারমিনের। তিনি জানান, ‘একমাস ধরে মেট্রোরেলে যাই, সচিবালয়ে নামি। এখন টিএসসিতে নামতে পারবো। বিশ্বাস করেন ভাই, জীবনে এতো শান্তি কোনোদিনও পাই নাই। রাস্তার যেই স্ট্রেস, পলিউশন, জ্যাম, মানুষের হয়রানি, এইসব ছাড়া এতো শান্তিতে যাওয়া আসা করতে পারি। মেট্রোরেলে যাতায়াত করতে কারও সঙ্গে কথাও বলা লাগে না।’

নওশীন শারমিনের ভাষ্য, ‘আমার একাডেমিক লাইফে এটার প্রভাব হিউজ হবে। আমি আগে বাসায় এসে আর কিছু করার এনার্জিই পেতাম না, সপ্তাহে ১-২ দিন ক্লাসে যেতাম। এখন আমি রেগুলার ক্লাসে যাই, প্রতিদিন পড়তে বসি। সকালে ভার্সিটির বাস ধরতে আমার ২-৩ ঘণ্টা নষ্ট হইতো, এখন আর হয় না। টিএসসিতে স্টেশন হয়েছে অনেক বেশি খুশি। আমার বাসা থেকে ভার্সিটি যেতে এক দেড় ঘণ্টা লাগতো, এখন ২০ মিনিট লাগবে।’

বিজয় সরণি স্টেশন থেকে উঠে ঢাকা বিশ্ববিদ্যাল স্টেশনে নেমেছেন আশরাফুল ইসলাম। পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। তিনি জানান, ‘আমরা বন্ধুরা একসঙ্গে এসেছি। যাত্রা খুবই উপভোগ করেছি। এটা একটা নিরাপদ এবং টাইম সেইভিং জার্নি। বাসে আসলে আমাদের এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতো। সেখানে আমরা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে চলে এসেছি।’

নিবির ভূঁইয়া নামের আরেক শিক্ষার্থী জানান, ‘এখানে গতির প্রতিযোগিতা নেই, অভারটেকিং প্রবণতা নেই। এজন্য যাত্রার সময় নিজেকে অনেক নিরাপদ মনে হইছে। একই সঙ্গে যাত্রাটি খুবই উপভোগ্য ছিল।’

প্রসঙ্গত, আজ বুধবার সকালে চালু হয় মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন। সকাল সাড়ে ৭টা নাগাদ মতিঝিল থেকে মেট্রোরেল থামে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। চালুর পর থেকে প্রতি ১০ মিনিট পরপর ট্রেন যাতায়াত করে। বেলা সাড়ে ১১টা অবধি চলে ট্রেনের এ আনাগোনা।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসকে/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ

বেরোবিতে বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে: ঢাবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমজমাট গবেষণা মেলা শুরু

ইউল্যাবের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে ১৮ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবির আবাসিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যৌন নিপীড়নের অভিযোগ: সত্যতা পাওয়ায় ঢাবির অধ্যাপক জুনাইদকে সাময়িক অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :