স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:১২ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ২২:৩৫

প্রায় সাড়ে ১৫ ঘণ্টা অপেক্ষার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকাগামী ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে চলতে শুরু করেছে।

ঢাকা বিভাগীয় রেলওয়ে অফিসার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোর সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে অফিসার শফিকুর রহমান বলেন, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন করে পাত বসাতে হয়েছে। এরই মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হয়েছে।

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেললে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ঢাকা রেল সড়কের ৬০০ ফুট রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পরে রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল রেললাইন মেরামত করে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :