গাইবান্ধায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৩, ২৩:০১
অ- অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে ইয়াসিন মিয়া নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের সৈনিকপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু ইয়াসিন মিয়া ওই গ্রামের মো. নুরুজ্জামান সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকালে শিশু ইয়াসিন বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে কোনো এক সময় আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে ডুবে যায় ইয়াসিন। দীর্ঘক্ষণ ধরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন তার মা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতিতে রাখা পানিতে পড়ে ইয়াসিন মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাচ্চাদের প্রতি তীক্ষ্ণদৃষ্টি রাখলেই এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা