গাইবান্ধায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পরিত্যক্ত পুকুরে ধানবীজ বপনের জন্য পানি নিষ্কাশনের সময় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। পৌর এলাকার আন্দুয়া গ্রামের জনৈক আপেল মিয়ার বাড়ির পাশে পানবরজের নিকট থেকে এই বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ধানবীজ বপনে নিয়োজিত কৃষি শ্রমিক মতিয়ার ও বাকী মিয়া কর্দমাক্ত পানিতে টেপ দিয়ে পেঁচানো বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেন। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে উৎসুক জনতা বস্তুটি একনজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে বস্তুটি মূলত ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য নয়। আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা বোমাসদৃশ বস্তুটি পুকুরের কর্দমাক্ত পানিতে ফেলে রাখে।
(ঢাকা টাইমস/২২ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন