চাঁদাবাজি করিনি, মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি: চুমকি 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২২ | প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৮

গাজীপুর-৫ আসনের নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই। কারো জমি বা দোকানপাট দখল করিনি। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করেছি।

শনিবার বিকালে পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় চুমকি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি আরও বলেন, কালীগঞ্জ-পূবাইলের মানুষ গত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছিল তা দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে।

এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ, জাহিদ আল মামুন, মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজিবুল হাসান রাজিব, যুবলীগ নেতা শাহিনুল ইসলাম শাহীন।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :