ফরিদপুরের নতুন এসপি মোর্শেদ আলম

ফরিদপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম। ডিএমপির উত্তরা বিভাগের এই ডিসি বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে এই বদলির বিষয়ে অনাপত্তি দেয় কমিশন।
একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানকে বদলি করা হয়েছে ডিএমপিতে।
ইসির আদেশে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।
একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এফএ)

মন্তব্য করুন