এ.কে. আজাদের সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, আ.লীগ নেতা সম্রাট গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:৫৯ | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:২৩

ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরসহ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থী শামীম হকের অনুসারী।

বুধবার দুপুরে ফরিদপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্রাটের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পরিচালনা, চাঁদাবাজি, হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে র্যাব ও পুলিশের একাধিক দল তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে। পরে বুধবার দুপুরে সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, সম্প্রতি সময়ে ফরিদপুর-৩ আসনে ভোটের মাঠে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গত রবিবার বিকালে উপজেলার গেরদা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের গেরদা হাই স্কুল-সংলগ্ন ঈগল প্রতীকের এ. কে. আজাদের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও হামলা করা হয়। এ হামলার ঘটনায় সম্রাটের সম্পৃক্ততা রয়েছে বলে থানায় অভিযোগ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এআর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :