হরিণাকুণ্ডে নৌকার সমর্থকদের হামলায় পা ভাঙলো স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩

ঝিনাইদহের হরিণাকুণ্ডে হাফিজুর রহমান টুকু নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের উপর। হামরাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে টুকুর পা ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আহত হাফিজুর রহমান টুকু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নৌকার সমর্থক দুলালের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। সকালে কাপাশাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারের পাশে কাকল বিলে নিজের পুকুরে যাওয়ার পথে তার উপরে এ হামলা করা হয় বলে জানান তারা।

আহত হাফিজুর রহমান টুকুর বড় ভাই টিপু সুলতান অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করায় আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে। তিনি বলেন, দুলালের নেতৃত্বে আরও কয়েকজন ব্যক্তি টুকুর উপর হামলা করেছে। খবর পেয়ে আমরা টুকুকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি।

আহত হাফিজুর রহমান টুকু জানান, আমি কাকল বিলে নিজের পুকুরে যাচ্ছিলাম এসময় পুকুরের কাছাকাছি পৌঁছালে ঝন্টু চেয়ারম্যানের অনুসারী দুলালসহ আরও কয়েকজন আমার ওপর হামলা করে। তারা হাতুড়ি দিয়ে আমার পায়ে আঘাত করে। পরে ছুরি ও রাম দা দিয়ে কোপানোর চেষ্টা করে।

অভিযোগের বিষয়ে জানতে শরাফতদৌলা ঝন্টু চেয়ারম্যানকে ফোনে দিলেও তাকে পাওয়া যায়নি।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। থানায় অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

নির্বাচনি আচরণবিধি লঙ্গন: বিশ্বম্ভরপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্য

এমপি আমুর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ

দরপত্র ছাড়াই ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

ফরিদপুরে নকল আইসক্রিম তৈরির কারখানায় জরিমানা

ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি গ্রহণে পিছিয়ে আছি: কৃষিবিদ শওকত ওসমান

ব্রিজ আছে সংযোগ সড়ক নেই, ভূমি অধিগ্রহণে জটিলতা

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :