জুরাইন ও ধোলাইপাড়ে বিএনপির লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর জুরাইন ও ধোলাইপাড়ে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে নেতাকর্মীরা ধোলাইপাড় মোড় থেকে শুরু করে জুরাইন রেল গেইট পর্যন্ত জনসাধারণের মাঝে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচি কদমতলী থানা বিএনপি নেতা মমিন আলী, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার, হাসান আলী লোকমান, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন মিয়া, মির্জা খালেক লিটন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পিন্টু চৌধুরী, দুলাল মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেবি/কেএম)

মন্তব্য করুন