নারায়ণগঞ্জে নির্বাচনি জনসভায় শেখ হাসিনা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৬| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৩৪
অ- অ+

দীর্ঘ ১৫ বছর পর নির্বাচনি জনসভায় ভাষণ দিতে নারায়ণগঞ্জ শহরে পা রাখলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ শহরে এসে পৌঁছান তিনি।

এরপর শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠের জনসভায় যোগ দেন তিনি। এই জনসভার মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শেষ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই নানান রঙের ব্যানার ও ফেস্টুনসহ রঙিন পোশাক পরা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ।

আরও পড়ুন>১৫ বছর পর নারায়ণগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কানায় কানায় পূর্ণ সভাস্থল

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় যোগ দিতে নারায়ণগঞ্জ শহরে গিয়েছিলেন শেখ হাসিনা। নির্বাচনের ছয় দিন আগে ২৩ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলার পাঁচটি নির্বাচনি আসনের মহাজোট প্রার্থীদের নিয়ে জনসভায় ভাষণ দেন। গত এক বছরে সরকারের নানান প্রকল্প ও আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জ উপজেলায় তিনবার গেলেও ১৫ বছরের মধ্যে নারায়ণগঞ্জ শহরে যাননি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে জনসভার মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে নির্বাচনি জনসভা করেন তিনি।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা