ধর্ম প্রতিমন্ত্রীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৪, ২২:৪১
অ- অ+

জামালপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এসএম শাহীনুজ্জামান শাহীনের ৪ সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নস্থ মিতালী বাজারে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতালী বাজারে কাঁচি প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৪ জন আহত হন।

আহতরা হলেন, কাঁচি প্রতীকের সমর্থক গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালু, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রশীদ ফারাজি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস শেখ এবং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লেবু ফারাজি।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা আমাদের ৪ কর্মীকে পিটিয়ে আহত করেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ছানোয়ারা বলেন, মিতালী বাজার এলাকায় মারপিটে আহত ৪ ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

গোয়ালেরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অভিযুক্ত আবু কালাম আজাদ বলেন, আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাটি পারিবারিক হলেও রাজনৈতিক ফায়দা নিতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচার করা হচ্ছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা