নাটোরে কুয়াশার কবলে পড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
অ- অ+

নাটোরের লালপুরে ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চারজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত হয়ে হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, ঝিনাইদহের ট্রাকচালক শফিউল ইসলাম (৪০), চালকের সহকারী পঞ্চগড় জেলার আব্দুল কাদের (১৭), বাসযাত্রী রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা রুবেল আহমেদ (৩২) ও তার ভাই উজ্জ্বল আলম (৩৬)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা