নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
তিনি দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নোয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কেটে যাওয়ার সময় পেছন থেকে বালুবাহী আরেকটি ট্রাক আশরাফুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আশরাফুল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

মন্তব্য করুন