ভৈরবে ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

​​​​​​​ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৪১
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তির দ্বন্দ্বে ছোট ভাই স্বপন মিয়ার কিল ঘুসিতে প্রাণ গেল বড় ভাই মো. লিলু মিয়ার (৫৫) তিনি পেশায় একজন কৃষক। অভিযুক্ত স্বপন মিয়া ঢাকায় ফলের ব্যবসা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়ির মো. লিলু মিয়া তার ছোট ভাই স্বপন মিয়ার মাঝে বসত বাড়ির জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন মিয়া তার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে লিলু মিয়াকে মারধর করে গুরুতর আহত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের ছেলে নজরুল ইসলাম বলেন, সকালের দিকে চাচা স্বপন মিয়া তার বসতবাড়ির জায়গায় ঘর তুলতে অতিরিক্ত এক হাত জায়গা দাবি করেন। চাচার কথামতো জায়গা না দেওয়ায় স্বপন মিয়া তার চাচা শ্বশুর ইদ্রিস মিয়া, শালা সাইদুর রহমান দানা মিয়াসহ কয়েকজন মিলে আমার বাবাকে কিল ঘুসি লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

নিহতের মেয়ে সুবর্ণা আক্তার বলেন, ‘আমার বাবা চাচা একসঙ্গে একটি জায়গা কিনেছেন। সেই জায়গায় চাচা স্বপন মিয়া এক হাত জায়গা বেশি দাবি করেন। তার দাবি অনুযায়ী জায়গা না দেওয়ায় স্বপন মিয়া তার শ্বশুরবাড়ির লোকজন আমার বাবাকে মাইরা ফেলছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশরাফ মাহাদি বলেন, মৃত অবস্থায় একজন রোগীকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছে। আমরা পুলিশকে খবর দেওয়ার পর তারা মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। নিহতের শরীরে মারধরের আঘাত রয়েছে বলে জানান তিনি।

বিষয়ে ভৈরব থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে নিলু মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা